শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

স্কলারশিপ বিষয়ে সাধারণ প্রশ্নোত্তরঃ Frequently Asked Questions (FAQ)

  • এই বছরের (২০১৪-১৫ সেশনের) স্কলারশিপের ফর্ম কি ছেড়েছে ?

উত্তরঃ হ্যাঁ ছেড়েছে। বিস্তারিত এখানেঃ http://adf.ly/cBmJV


  • স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে ?

উত্তরঃ অ্যাপ্লিকেশনের বিস্তারিত প্রসেস এই নোট এবং এটার কমেন্টগুলো পড়লে জানা যাবেঃ http://tinyurl.com/c5wyxmv



  • ইয়ার গ্যাপ কি অ্যালাউ করে ওরা ?

উত্তরঃ করে। ইয়ার গ্যাপ কোনো সমস্যা না।


  • আমি এর আগে আবেদন করে রিজেক্টেড হয়েছিলাম। এই বছর কি আবেদন করতে পারবো ?

উত্তরঃ অবশ্যই পারবেন। যতবার ইচ্ছা আবেদন করতে পারবেন।


  • অ্যাপ্লিকেশন করার সময় কি পাসপোর্ট লাগবে ?

উত্তরঃ বিষয়টা রেগুলার না। বেশ কয়েকজনকে পাসপোর্ট নাই জন্যে ফর্ম জমা নেয়নি, আবার অনেকের ফর্মই পাসপোর্ট ছাড়া জমা নিয়েছে। অ্যাম্বেসিতে আপনার ফর্মটা কার হাতে পড়ছে, পাসপোর্ট লাগবে কি লাগবে না, সেটা তার ওপর ডিপেন্ড করে। পাসপোর্ট থাকাটা নিয়ম, সেই নিয়মের ব্যতিক্রম কেউ করলে সেইটা তার পার্সোনাল রিস্ক। এই রিস্কটা নেয়ার কারণ দেখি না। পাসপোর্ট করে ফেলাই ভালো।



  • পাসপোর্ট কীভাবে করতে হয় ?

উত্তরঃ এখানে দেখুন বিস্তারিত দেয়া আছেঃ http://adf.ly/cBmWN


  • আমার পক্ষে এই মুহুর্তে পাসপোর্ট করা সম্ভব না। এখন কীভাবে অ্যাপ্লাই করা যায় ?
উত্তরঃ একান্তই পাসপোর্ট করতে না পারলে অ্যাপ্লিকেশন ফর্মে পাসপোর্টের ঘরে "অ্যাপ্লাইড ফর পাসপোর্ট" লিখে দিতে হবে।


  • অ্যাপ্লিকেশনের পর যে পরীক্ষাটা নেয়া হয়, সেখানে কীরকম প্রশ্ন থাকে ? এই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে ?

উত্তরঃ খুবই সাধারণ ইংলিশ গ্রামারের ওপর পরীক্ষা হয়। নাইন-টেনে আমরা ইংলিশ গ্রামারে যা পড়েছি, সেরকম অনেকটা। ভয়েজ চেঞ্জ, সেনটেন্স কারেকশন, অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন - এইসব টাইপের গ্রামার থাকে। এগুলোর জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার নাই। ইংলিশের বেসিক ঠিকঠাক থাকলে এমনিতেই এই পরীক্ষা দিতে পারবেন।


  • সিলেকশন কিসের ভিত্তিতে হবে ?

উত্তরঃ SSC রেজাল্ট + HSC রেজাল্ট + ICCR-এর রিটেন টেস্ট + ভাইভা = আপনার সিলেকশন। আরও বিস্তারিত জানতেঃ http://adf.ly/cBmxv



  • কোন কোন বিষয়ের জন্য ICCR স্কলারশিপ প্রদান করে থাকে ?

উত্তরঃ মেডিক্যাল বাদে ICCR সব বিষয়েই স্কলারশিপ দেয়। সুতরাং, আপনি আপনার পছন্দের যেকোনো বিষয়ের জন্য আবেদন করতে পারবেন ।


  • আবেদনের সময় কোন বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন কিভাবে ?

উত্তরঃ ICCR যেসকল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রদান করে থাকে সবগুলোই ভালো। সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রদান করা হয়। সুতরাং, এটা নিয়ে চিন্তার কিছু নেই। গুগল দেখে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় নির্ধারণ করতে পারেন, অথবা ফর্মের সাথে একটা তালিকা থাকে ওইখান থেকেও পছন্দ করতে পারেন।


  • অ্যাপ্লিকেশনের সেট বানাবো কীভাবে ?

উত্তরঃ

অ্যাপ্লিকেশন ফর্ম
+ পাসপোর্টের ফটোকপি ২ সেট
+ মার্কশিট এসএসসি ফটোকপি ২ টা
+ সার্টিফিকেট এসএসসি ফটোকপি ২টা
+ মার্কশিট এইচএসসি ফটোকপি ২টা
+ সার্টিফিকেট এইচএসসি ফটোকপি ২টা
+ সিলেবাস এসএসসি ফটোকপি ২ সেট
+ সিলেবাস এইচএসসি ফটোকপি ২ সেট
+ চারিত্রিক সনদপত্র/টেস্টিমোনিয়াল ২টার ২ কপি করে মোট ৪ টা
+ এক্সট্রা কারিকুলার কাগজপত্র (যদি থাকে) প্রতিটা সার্টিফিকেটের দুই কপি করে
+ হেলথ চেকাপের মেডিক্যাল রিপোর্ট (যদি থাকে)

= ১টা সেট। এরকম ছয়টা সেট বানাতে হবে।

কাগজপত্রগুলো কোনটার পরে কোনটা আসবে, এটার কোনো নির্দিষ্ট সিরিয়াল নাই। যেরকম ইচ্ছা দিতে পারেন। প্রতিটা সেট আলাদা আলাদা করে বাইন্ডিং করতে হবে।



  • সব কাগজ দুই কপি করে কেন লাগবে ?

উত্তরঃ এটা এখানে কেউই জানে না কেন দুই কপি করে লাগবে। আমরা যারা অ্যাপ্লাই করেছি, তারাও জানি না। শুধু জানি লাগবে, সব কাগজই দুইটা করে লাগবে, শুধু নির্দিষ্ট কোনো কাগজ না। ফর্মে লেখা নাই এই বিষয়ে, ঠিক। ফর্মে যদি সব বিষয়ে ক্লিয়ার করা থাকতো, তাহলে এই গ্রুপেরই দরকার পড়তো না, আমাদের উত্তরও দিতে হতো না।

অনেকে কী বলেছে, অমুকে কী বলেছে - এরকম জনে জনে জিজ্ঞাসা করে উত্তর শুনলে শুনতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ঠিক যে কয়েকজনের কাছ থেকে এক কপিই নিয়েছে কাগজ। কিন্তু "বাই চান্স" দুই কপি চেয়ে বসলে কী করবেন ? কয়েকটা ফটোকপিই বেশি লাগবে ভাই। নো বিগ ডিল। বাইন্ডিং করার পর যদি বলে ফটোকপি বেশি হয়েছে, তাহলে সেটা ভেতর থেকে টেনে বের করা যায়। কিন্তু এক কপি দেয়ার পর "যদি বেশি চায়", তাহলে নতুন যুক্ত করতে হলে পুরো সেটটা খুলতে হয়।



  • এই বছর ICCR কতজনকে স্কলারশিপ দিবে ?

উত্তরঃ আগে স্কলারশিপ দেয়া হতো UG, PG, Ph.D মিলিয়ে মোট একশোটা। ২০১৪ সাল থেকে স্কলারশিপের সংখ্যা বেড়ে হচ্ছে ২০০টা। এর মধ্যে ১০০টা ইঞ্জিনিয়ারিং আর ১০০টা নন ইঞ্জিনিয়ারিং। ফলে ইঞ্জিনিয়ারিং-এর ক্লিয়ার প্রিভিলেজ।



  • IELTS কি বাধ্যতামূলক ?

উত্তরঃ শুধুমাত্র যারা ইংরেজি ভাষা ও সাহিত্য জাতীয় সাবজেক্টে অনার্স-মাস্টার্স করতে চায়, তাদের IELTS লাগবে।


  • গতবার কতজন আবেদন করেছিল ?

উত্তরঃ গতবার কতজন আবেদন করেছিল এইটা জানার কোন উপায় নাই । আর যতজন জনই আবেদন করুক না কেন আপনার দরকার একটা সিট । সুতরাং এতো চিন্তা না করে আবেদন করে ফেলুন ।



  • কোন স্কিমে অ্যাপ্লাই করতে হবে ?
উত্তরঃ এখানে দেখুনঃ http://adf.ly/cBnMv


  • আমার কলেজ থেকে HSC-সার্টিফিকেট এখনও দেয়নি। আমি কী করবো ?
উত্তরঃ কলেজে অনুরোধ করেন তাড়াতাড়ি দেয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি একান্তই ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে টেস্টিমোনিয়াল দিয়ে কাজ চালাতে হবে আর ইন্ডিয়ান অ্যাম্বেসিকে বলতে হবে যে এখনও সার্টিফিকেট দেয়নি।



  • আমার অনার্স পরীক্ষা হয়ে গেছে, কিন্তু রেজাল্ট হয়নি। আমি কি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো  ?

উত্তরঃ না। যে কোনো কোর্সে অ্যাপ্লাইয়ের জন্য রেজাল্ট লাগবে। পেন্ডিং রেজাল্ট এই স্কলারশিপে গ্রহণযোগ্য নয়।



  • ফটোকপির সংখ্যা তো অনেক। সবগুলো কি অ্যাটেস্টেড করাতে হবে ?
উত্তরঃ হ্যাঁ, প্রতিটা পাতা অ্যাটেস্টেড করাতে হবে। অ্যাটেস্টেড করে ফটোকপি করলে হবে না, ফটোকপি করে এরপর অ্যাটেস্টেড করতে হবে। ভালো কাজ কঠিনই হয় সাধারণত।



  • অ্যাটেস্টেড এবং অ্যাটেস্টেডের সিল কি বাংলাতে হলে সমস্যা আছে ?

উত্তরঃ সব কাগজ এবং সিল যদ্দুর পারেন ইংলিশে করবেন, সেটাই ভালো হবে। বাংলাতে দিলে রিজেক্ট করবে না আপনার ফর্ম, তবে ইংলিশে হলে ভালো হয়।



  • ফর্মের এগারো নাম্বার পেইজের পর থেকে শুধু ইন্সট্রাকশন দেয়া আছে। এই অংশ কি ফর্মের সাথে জমা দিতে হবে ?
উত্তরঃ  জমা দিতে পারেন, নাও দিতে পারেন। এগুলো আপনার কাগজ। এগুলো ফর্মের সাথে জমা দিলে ভালো খারাপ কিছুই হবে না।



  • কোর্সের নাম কীভাবে লিখতে হবে ? বিএসসি, বিই, বি-কম - ঠিক কীভাবে লিখবো বুঝতে পারছি না।

উত্তরঃ আপনাকে সাবজেক্টটা লিখতে হবে শুধু। কোর্স ঠিক করে দেয়ার দায়িত্ব ওদের। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, জার্নালিজম - শুধু এগুলো লিখবেন। সেটা বিএসসি না বিটেক - সেগুলো ওরাই ঠিক করে দিবে।


  • আমার অমুক এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট কি জমা দিতে পারবো ?

উত্তরঃ সবই জমা দিতে পারবেন, তবে সেটা ফর্মে তেমন কিছু এক্সট্রা যোগ করবে না। সামান্য প্লাস পয়েন্ট - একটা সার্টিফিকেট আছে - এটাই ব্যাপার।



  • ইউনিভার্সিটি চয়েজ কীভাবে করবো বুঝতে পারছি না।

উত্তরঃ এখানে দেখুন বিস্তারিতঃ http://adf.ly/cBnRj



  • রিকমেন্ডেশন লেটার কীভাবে বানাবো ? 

উত্তরঃ আপনার যেভাবে ইচ্ছা বানাতে পারেন। এই লিংকে একটা নমুনা আছেঃ http://adf.ly/cBnXx



  • ডাটা শিটের ব্যবহারটা কী ? 

উত্তরঃ ডাটা শিট নামে যে পেইজটা থাকে ফর্মে, সেটা একটা মাত্র কপি দিতে বলা হয়েছে। কপিটা আলাদা দিতে হবে। অ্যাপ্লিকেশনের কোনো সেটেই ডাটা শিট যুক্ত করতে হবে না। শুধুমাত্র আলাদা একটা পৃষ্ঠাতে এক কপি ডাটা শিট প্রিন্ট করে, ফিলাপ করে ছয়টা সেটের ওপরে রেখে ওদের দিবেন। সিরিয়ালটা এরকমঃ ডাটা শিট+ সেট ১+ সেট ২+............সেট ৬= আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজ।

এই ডাটা শিট পেইজটা হচ্ছে আপনার ছয় সেট অ্যাপ্লিকেশন ফর্মের মলাট। এই হাজার হাজার অ্যাপ্লিকেশন যখন ইন্ডিয়ান অ্যাম্বেসি যখন একটা ঘরের মধ্যে রাখবে, তখন এই ডাটা শিট দেখে বোঝা যাবে যে অমুক ব্যক্তির অ্যাপ্লিকেশনের সেট।



  • ডাটা শিটে সাবজেক্ট কীভাবে লিখবো ?

উত্তরঃ সাধারণত ICCR তিনটা পছন্দের মধ্যে প্রথম পছন্দের বিষয়েই স্কলারশিপ দেয়। তাই আপনার পছন্দের প্রথম সাবজেক্টটার নাম লিখে দিবেন। এটা বড় কোনো সমস্যা না। ফর্মের ভেতরে লেখাই আছে আপনার আর দুইটা সাবজেক্ট কী কী।



  • ডাটা শিটের প্রফেশনটা কার প্রফেশন জানতে চেয়েছে ? আমার না আমার বাবার ? 

উত্তরঃ আপনার প্রফেশন তো ICCR জানেই যে আপনি স্টুডেন্ট। বাবার প্রফেশন জানতে চেয়েছে।



  • ফর্মে কোনো পয়েন্ট যদি আমার জন্য প্রযোজ্য না হয় তাহলে কী করবো ?

উত্তরঃ ফাঁকা রাখতে পারেন বা NA লিখতে পারেন। আপনার ইচ্ছা।



  • অ্যাপ্লিকেশন ফর্ম কি অ্যাটেস্ট করা লাগবে ?

উত্তরঃ না, ফর্ম অ্যাটেস্ট করা লাগে না। অ্যাটেস্ট করা লাগে শুধু সাথের কাগজগুলো। সেই কাগজগুলো সব ফটোকপি জমা দিতে বলা হয়েছে। ফটোকপিই শুধুমাত্র অ্যাটেস্টেড করা লাগে। ফর্মটা ফটোকপি হলেও যেহেতু সেটা আপনার কাগজ না, ইন্ডিয়ান অ্যাম্বেসির কাগজ, তাই সেটা অ্যাটেস্টেড করার দরকার নাই। ফর্ম বাদে বাকী সব কাগজ অ্যাটেস্টেড করা লাগবে।  



  • সিলেবাস কীভাবে যোগাড় করবো ? কোন বছরের সিলেবাস লাগবে ?

উত্তরঃ কিছু না পেলে নিজেই একটা বাংলা সিলেবাস যোগাড় করে নিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন। শুধু সাবজেক্টের নাম আর তার নিচে চ্যাপ্টারগুলোর নাম লিখে দিলেই হবে। খেয়াল করবেন, আপনি যে সিলেবাসে পড়ে পরীক্ষা দিয়েছেন, সেটার ইংলিশ ট্রান্সলেশন লাগবে। পুরানো বা নতুন সিলেবাসের ট্রান্সলেশনও চলবে, যদি সিলেবাস চেঞ্জ না হয়।



  • ক্যারেক্টার সার্টিফিকেট কার কাছ থেকে নিবো ? রেফারেন্সের জায়গায় কী লেখা লাগবে ?

উত্তরঃ ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে আপনি আপনার ম্যাট্রিক ইন্টারের দুইটা টেস্টিমোনিয়ালও ব্যবহার করতে পারেন। আর এই ফর্ম অনুযায়ী রেফারেন্স আর ক্যারেক্টার সার্টিফিকেট অনেকটা একই কাজের জিনিস। অ্যাম্বেসির শুধু আপনার নামে দুইটা ভালো কথা লেখা কাগজ দরকার। তো সেটা কলেজের প্রিন্সিপাল দিলে রেফারেন্সে প্রিন্সিপালের নাম যাবে। অন্য কারও কাছ থেকেও নিতে পারেন এই সার্টিফিকেট। যাদের কাছ থেকে নিবেন, রেফারেন্সের ঘর দুইটা তাদের নাম দিয়ে পূরণ করবেন।



  • চেকলিস্টে টিক কি আমি দিবো না অ্যাম্বেসি দিবে ? 

উত্তরঃ আপনার সামনেই অ্যাম্বেসির লোক চেকলিস্টে টিক দিবে। প্রতিটা কাগজ ঠিকঠাক আছে কিনা, তা দেখে দেখে টিক দিবে ওরা। আপনিও দিতে পারেন, তবে কাজ তো একই হলো।



  • আমাকে অমুক ভাইয়া অমুক ইনফরমেশন দিয়েছে, তমুক ভাইয়া তমুক ইনফরমেশন দিয়েছে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি।    
উত্তরঃ সবার কথাই ঠিক। সবাই ঠিক বলছে। কেন ঠিক বলছে জানতে হলে এই লিংকটা পড়তে হবেঃ http://adf.ly/cBnfv

1 টি মন্তব্য: