শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

স্কলারশিপ বিষয়ে সাধারণ প্রশ্নোত্তরঃ Frequently Asked Questions (FAQ)

  • এই বছরের (২০১৪-১৫ সেশনের) স্কলারশিপের ফর্ম কি ছেড়েছে ?

উত্তরঃ হ্যাঁ ছেড়েছে। বিস্তারিত এখানেঃ http://adf.ly/cBmJV


  • স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে ?

ভারতে স্কলারশিপ নিয়ে পড়তে আসাঃ সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে ?

ICCR এর যে স্কলারশিপটা দেয়া হয়, সেটাতে বাংলাদেশি স্টুডেন্ট নেয়ার পরিমাণ কিছুদিন আগে পর্যন্তও ছিলো ১০০ জন। গত দুই বা তিন বছর হলো সংখ্যাটা বেড়েছে। এখন প্রতি বছর ৩০০ জন করে স্কলারশিপ পাচ্ছে। বেশি স্টুডেন্ট, বেশি আসার পরিমাণ - এবং সংগত কারণেই বেশি প্রশ্নের উৎপত্তি।

প্রশ্ন আসাটা অস্বাভাবিক না। একটা স্টুডেন্ট নতুন একটা দেশে আসবে, তার ক্যারিয়ার নিয়ে ভাববে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাপার হচ্ছে, কিছু অতি জ্ঞানী সিনিয়রের উল্টা-পাল্টা সাজেশনের কারণে এই নতুন স্টুডেন্টগুলো বিভিন্ন বিভ্রান্তির শিকার হচ্ছে, ফলে বাড়ছে অপ্রাসঙ্গিক প্রশ্নের পরিমাণ। তো নতুন স্টুডেন্টদের সেসব বিভ্রান্তি দূর হওয়া উচিত বলেই আমরা ইন্ডিয়াতে পড়াশোনা করে যাওয়া স্টুডেন্টরা মনে করি। সবাইকে পার্সোনালি কাউন্সেলিং করাও বিশাল সময়ের ব্যাপার। সেইজন্যেই এই নোট লেখা।

ভারতে স্কলারশিপ নিয়ে পড়াশোনাঃ অ্যাপ্লিকেশন যেভাবে করতে হয়

আপডেটঃ জানুয়ারি, ২০১৪


ভারতে একটি সংগঠন আছে, নাম Indian Council For Cultural Relations, সংক্ষেপে ICCR । এই সংগঠনটির কাজ হলো, যেসব দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো, সেসব দেশের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দেয়া, অর্থাৎ শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ দেয়া। বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ স্কিমের আন্ডারে বছরে একবার স্কলারশিপ পায়। স্কলারশিপ দেয়া হয় আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, গবেষণা অর্থাৎ Ph.D এবং বিভিন্ন পারফর্মিং আর্ট যেমনঃ নাচ, গান ইত্যাদির জন্য।